শিরোনাম
◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল ◈ ওমান ও যুক্তরাষ্ট্রের থেকেও পাকিস্তানি বোলারদের গড় খারাপ: ওয়াসিম আকরাম ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় দেখছেন অধিনায়ক রিজওয়ান ◈ আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ১২ সড়ক-সেতুর নাম পরিবর্তন ◈ ঢাকাসহ সারা দেশে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর প্যাট্রলিং

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিনতাই-ডাকাতি দমনে আজ থেকেই মাঠে যৌথ বাহিনী: আইজিপি

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : ছিনতাই ও ডাকাতি রোধে আজ থেকেই মাঠে নামছে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট—ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দিন-রাত নির্বিশেষে ছিনতাই বেড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নেওয়া হয়েছে। যৌথ বাহিনী টহল কার্যক্রম শুরু করছে। এর মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয় কি না, তা দেখা হবে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি জানান, অপারেশন ডেভিল হান্ট নামের এই বিশেষ অভিযানে সমাজবিরোধী, সন্ত্রাসী ও চোরাকারবারিদের দমন করা হবে।

এদিকে, রোববার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা কঠোর হাতে তাদের দমন করব। আওয়ামী লীগের যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের ঘুম হারাম করে দেব।’

তিনি আরও জানান, সোমবার থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে এবং যেখানেই অপরাধ সংগঠিত হবে, সেখানেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন। রাজু ভাস্কর্যের পাদদেশে তারা তার পদত্যাগের আল্টিমেটাম দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়