শিরোনাম
◈ কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা ◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান! ◈ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ◈ পাকিস্তান আউটের আবেদন করলে কোহলির ভাগ্যে সেঞ্চুরি জুটতো না, খেলার ফলাফল উল্টো হতে পারতো ◈ লড়াই করেও হেরে গেলো নাপোলি ◈ নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস, যা জানাগেল ◈ ডিএমপির বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ◈ রাজনীতিতে অনৈক্যের সুর, অস্বস্তি কাটাতে রোডম্যাপ জরুরি  ◈ পদত্যাগ দাবি প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এত স্বর্ণ সঙ্গে কেন রাখলেন, কারণ যা জানা গেল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রলীগ নেতাকে লক্ষ্মীপুরে গণপিটুনি, পুলিশে সোর্পদ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সুমনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে ছাত্র-জনতা। রোববার সন্ধ্যার আগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ এলাকায় তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। আটককৃত হেলাল উদ্দিন সুমন কমলনগর উপজেলার চরফলকন এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

মো. তৌহিদুল ইসলাম বলেন, হেলাল উদ্দিন সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হল শাখার সহ-সভাপতি। ঘটনার দিন বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ এলাকায় ঘুরাফেরা করছিল। এসময় ছাত্র-জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সাথে জড়িত থাকারও সত্যতা মিলেছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

ছাত্র-জনতা ও পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হেলাল উদ্দিন সুমন। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলার ঘটনার সাথেও জড়িত ছিল সুমন। পাশাপাশি লক্ষ্মীপুরে ৪ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় ৪ শিক্ষার্থী নিহত ও কয়েকশ জন গুলিবিদ্ধ হয়। এঘটনার  সাথেও জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। 

এর আগে হেলাল উদ্দিন সুমনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে শিবির আখ্যা দিয়ে নির্যাতন করার অভিযোগ রয়েছে। পরে ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে ফেলে দেওয়া হয় হলের চারতলা থেকে। এই ঘটনায় তার দুই পা ভেঙ্গে ১৩ টুকরা হয়েছিল। অভিযোগ রয়েছে, এসব নির্যাতনে হেলাল উদ্দিন সুমনসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। তখন এঘটনায় সমালোচনার ঝড় উঠে। 

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর পলাতক ছিল হেলাল উদ্দিন সুমন। রোববার সন্ধ্যার আগে কমলনগর উপজেলা পরিষদ এলাকায় তাকে দেখতে পেয়ে ছাত্র-জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, হেলাল উদ্দিন সুমন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যার ঘটনার সাথে জড়িত রয়েছে। তাই এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়