ইফতেখার আলম বিশাল : রাজশাহীর পুঠিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়নের সদস্য (মেম্বার) রফিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ৭/৮জন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির দুই পক্ষের মধ্যে টিসিবির কার্ড বিতরণ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মিঠুন ও সীমান্তের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল রফিক মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ এলাকায় অবস্থান নেয়, ফলে ঘণ্টাব্যাপী যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, "খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছ থেকে শুনেছি, রফিক মেম্বারকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে।"
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, "সংঘর্ষে রফিক মেম্বার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"