মুরাদনগরে শত বছরের পুকুর ভরাট
এন এ মুরাদ , মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে ভরাট করা হচ্ছে শত বছরের পুরোনো পুকুর। এই পুকুরে পানিতে ১০০ টি পরিবারের গোসল, কাপড় ধোয়া, রান্না- বান্নাসহ হিন্দুদের প্রতিমা বিসর্জন করা হয়। প্রায় এক একর আয়তনের পুকুরটি প্রভাবশালী একটি চক্র ভরাট করে দখলের পায়তারা করছেন ।
পরিবেশ রক্ষায় পুকুর ভরাট বন্ধ করতে গত ২৮ জানুয়ারী কুমিল্লা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন নুর মোহাম্মদ ভূইয়া । তাতে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই নিয়ে হতাশ অভিযোগকারী।
জানা যায়, পুকুরটি ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর বাজার এলাকায় অবস্থিত। শতাধিক বছরের পুরানো এই পুকুর জোরপূর্বক দখল করার অভিযোগ সুবলারচর গ্রামের প্রভাবশালী মজিবুর রহমানের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাগেছে , মুরাদনগর উপজেলার বোড়ারচর মৌজার দাগ নাম্বার ২৩ ও ২৪ এর প্রায় এক একর পুকুরটি মালিক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন । পুকুরের কিছু মালিকানা নাম মাত্র মূল্য ক্রয় করেন প্রভাবশালী একটি চক্র। এরপর পুকুর পাড়ের গাছ গাছালি কেটে নেন তাঁরা । সম্প্রতি সুবিলারচর গ্রামের মৃতু চরু মিয়ার ছেলে মজিবুর রহমানের নেতৃত্বে পুরো পুকুরটি ভরাটের কাজ করছেন । এতে পরিবেশ ও জনজীবন চরম হুমকির মুখে । দূর্ভোগে পড়ছেন সহস্রাধিক মানুষ।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, পুকুরটি স্হানীয়দের জন্য আর্শীবাদ। এই পুকুরে প্রতিদিন হাজারো মানুষ গোসল ও অন্যান্য গৃহস্থলী কাজে করেছেন। পুকুরটি জোর পূর্বক ভরাট করায় পরিবেশ হুমকির মুখে।এটি ভরাট করে বাকী অংশ দখলের ছক এঁকেছেন মজিবুর রহমান।
এ বিষয়ে অভিযোক্ত মজিবুর রহমান বলেন, পুকুরটি আমি ভরাট করছিনা। পুকুর পারে গাছ লাগানোর জন্য মাটি ফেলা হচ্ছে। কন্টাক্টররা গোমতী নদী থেকে মাটি কেটে আমার ইট ভাটায় ও পুকুরে মাটি দিয়ে থাকে। এতে আমার কি করার আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই।খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :