শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে চাঞ্চল্যকর চাচার হাতে ভাতিজা খুন মামলার প্রধান আসামীসহ আটক-৪

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে চাঞ্চল্যকর চাচার হাতে ভাতিজা খুন মামলার প্রধান আসামীসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পেপর সদস্যরা। শনিবার(২২ ফেব্রুয়ারি) পাবনা জেলার ভাড়ারা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হত্যা মামলার প্রধান আসামী মো.কুদ্দুস শিকদার(৫৫), মোছা. রেহানা বেগম(৪৮), ৩) মো. এনামুল(২২) ও ৪) মোছা. সুখী বেগম(২৫)। আটককৃতদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার তুহিন রেজা জানান, জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলি  ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রোদন গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই অজিদ সিকদার ও কুদ্দুস সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিলো। অজেদ সিকদার সম্প্রতি আদালতের মাধ্যমে ওই জমিতে ঘর তুলতে নিষেধাজ্ঞা চেয়ে ১৪৪ ধারা জারি করান। তবে কুদ্দুস সিকদার আদালতের আদেশ অমান্য করে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জোরপূর্বক ঘর তোলা শুর করলে অজেদ সিকদার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে ঘর তোলার কাজ বন্ধ করে দিলেও কুদ্দুস সিকদার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ঘর তুলতে গেলে বাধা দেন অজেদ সিকদার। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস সিকদার, তার ছেলে এনামুল সিকদার ও স্ত্রী রেহেনা বেগম মাটি কাটার কোদাল ও লাঠিসোঁটা নিয়ে অজেদ সিকদারের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা অজেদ সিকদারকে মারধর করলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার দুই ছেলে শামিম ও রেজাউল। তখন তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তিনজনই শরীরের বিভিন্ন অংশে ও মাথায় মারাত্মকভাবে আহত হন।

স্বজনরা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে শামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে শামীম  মারা যান। এদিকে রেজাউল ও অজেদ সিকদারও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাদের অবস্থা আশংকাজনক। পরবর্তীতে মৃতের মাতা বাদী হয়ে গলাচিপা  থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি আসাদুজ্জামান জানান,র‌্যাব-৮ এর পক্ষ থেকে আটককৃত আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।                                

  • সর্বশেষ
  • জনপ্রিয়