শিরোনাম
◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক! ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ◈ সৌদি প্রো লিগে আল হিলালকে ৪-১ গোলে হারালো বেনজেমার ইত্তিহাদ ◈ ছাত্রদের নতুন দলই নিয়ে ব্যাপক জল্পনা, সম্ভব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’, ঘোষণা শিগগিরই  ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রবাসী শিক্ষানুরাগীর যে ৬ প্রস্তাব দিলেন ◈ লা লিগায় লাস পালমাসকে হারালো বার্সেলোনা ◈ ভারত-পাকিস্তান মহারণ বিকালে, ধর্মগুরু বলছেন পাকিস্তান জিতবে  ◈ বাংলাদেশে আসছে ২৫ হাজার টন চাল বোঝাই পাকিস্তানি জাহাজ ◈ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে: হোয়াইট হাউসের প্রেস সচিব

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৩ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি যশোর: বেনাপোল মহাসড়কের নাভারনে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫শ‘ টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার উদ্ধার হয়েছে। এসময়  দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব অলংকার উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন, যশোরের শার্শা থানার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) ও একই এলাকার জাহাঙ্গীর কবির লিটুনের ছেলে মেহেদী হাসান (২৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ৫টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের (যশোর-ব-১১-০২৬৬) একটি বাস তল্লাশী করে জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসানকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেটে ভারতীয় বিভিন্ন প্রকারের রুপার অলংকর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারের বাজার মূল্য এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করেন।

তিনি আরো জানান, আটককৃত আসামী দুইজনকে শার্শা থানায় মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়