শাহাজাদা এমরান, কুমিল্লা : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন- ড. ইউনুছ সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না। সংস্কারের নামে কালক্ষেপন করে দিনের পর দিন সরকারে থাকায় প্রমাণ হচ্ছে এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভুত ঢুকেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন- বিনা ভোটে ক্ষমতায় থাকবেন জবাবদিহীতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বৎসরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।
তিনি সংস্কার কমিটিতে থাকা ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িটারি চেপে যথেষ্ট আরাম আয়েসেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের ৩১দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান যাতে এদেশের প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এই দেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে প্রধানমন্ত্রী হবেন।
তিনি এই সরকারের এক উপদেষ্টার বক্তব্যকে উদ্দেশ্য করে বলেন- এই সরকারের মাঝে আওয়ামী লীগের লোক বসে আছে। কেউ কেউ বলছে, নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্ব›িদ্বতা করতে কোন বাঁধা নেই। তারা নির্বাচনকে কালক্ষেপন করে আওয়ামী লীগকে পুণরায় প্রতিষ্ঠিত করতে চায়। যাতে আওয়ামী লীগ নির্বাচনে উল্লেখযোগ্য আসন নিয়ে আসতে পারে। কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভৃইয়া, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো. আব্বাস উদ্দিন কমান্ডার, মো. আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিন। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা পৌর বিএনপি আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আশরাদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :