নিনা আফরিন,পটুয়াখালী : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পাবলিক মাঠে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার।
কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি এস এ জলিল হীরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ অলিউর রহমান, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস প্রমুখ। বক্তারা বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের আইন কানুন শাসন ব্যাবস্থা ভেঙ্গে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে। মেহনতি মানুষ মুক্তি পাবে সাধারন মানুষ মুক্তি পাবে। সমাবেশে দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :