শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বরই বাগানে কিশোরীকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একটি বরই বাগানে কিশোরীকে নিয়ে ধর্ষণের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় শফিকুল শেখ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
শনিবার (২২ ফেব্রুয়ারী) নির্যাতিত ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
 
​থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার মিজান শেখের ছেলে মো. শফিকুল শেখ (২১) বোয়ালমারী উপজেলার ধর্ষণের ঘটনাস্থল ওই গ্রামের দুলাভাই হাফিজার মোল্যার বাড়িতে থাকেন। ওই গ্রামে থাকার সুবাদে শফিকুল কিশোরীর মামা হওয়া সত্বেও মেয়েটিকে বিভিন্ন সময়ে উত্যক্তের করে আসছিল। এর সূত্র ধরে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে কিশোরী ঘর হতে বের হলে শফিকুলের ভাগনে রুহুল আমিন (১৮) মিথ্যা কথা বলে তাকে বাড়ির বাইরে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শফিকুল শেখ ভাগ্নে রুহুল আমিনের সহায়তায় মুখে কাপড় গুজে ধস্তাধস্তি করে বাড়ির পাশের কুল বরই বাগানে নিয়ে যায়। সেখানে টং ঘরে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে অচেতন অবস্থায় টং ঘরে ফেলে রেখে বাইরে থেকে তালা মেরে আসামিরা পালিয়ে যায়। 
 
এক পর্যায়ে কিশোরীর পরিবার তাকে খোঁজাখুঁজি করে পরেরদিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাত-পা ও মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি নিয়ে এলাকায় বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ওই কিশোরীর বাবা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালমারী থানায় লিখিত এজাহার দায়ের করেন। লিখিত এজাহারের ভিত্তিতে ওইদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল শেখকে ১ নম্বর ও রুহুল আমিনকে ২ নম্বর আসামি করে থানায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নম্বর-১৩। ওই রাতেই মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ অভিযান চালিয়ে আলফাডাঙ্গা উপজেলার দিগনগর বাজার এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। 
 
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, খবর পেয়েই মেয়ের বাবাকে থানায় নিয়ে আসা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার আসামিকে আদালতে ও কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়