শিরোনাম
◈ দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে পদায়ন : মোখলেস উর রহমান ◈ এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি ◈ শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ শিগগিরই ◈ ছয় মাসে যে নতুন ১৬ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ◈ নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও) ◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক! ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমুল ফুলের দৃশ্য দেখে যাত্রী ও পথচারীরা মুগ্ধ

ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা ) প্রতিনিধি : প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশ। সড়কের বিভাজনে লাগানো বিভিন্ন ফুলের গাছ ঋতু ভেদে যখন নানা রকম ফুলে সজ্জিত হয়ে যায় তখন সত্যিই এক অবাক করার মতো দৃশ্য সৃষ্টি হয়। এই মহাসড়কে চলাচলকারী দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলার পথে এসব দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। এ অপূর্ব দৃশ্য প্রতিটি মানুষের মনকে কেড়ে নেয়।কালো পিচঢালা মহাসড়কের বুক চিরে লালের পসরা। ফুটেছে ফাগুনের পলাশ ফুল। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মুগ্ধতা ছড়াচ্ছে এই ফুল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার জুড়ে কুমিল্লা। এর বেশির ভাগ জুড়েই রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল। তবে বসন্তের আগমনীতে সবচেয়ে বেশি ফুটেছে পলাশ ফুল। সড়কের বিভাজনে এই ফুল নজর কাড়ছে সবার।
 
ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। মহাসড়কেও ফুটেছে আগুনরাঙা পলাশ ফুল। নান্দনিক সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষদের। ছড়াচ্ছে অন্যরকম এক ভালোবাসার ছোঁয়া। পলাশ ফুলের এমন সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় কুমিল্লার চান্দিনা , চৌদ্দগ্রাম, মিয়ারবাজার, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝের ডিভাইডারে, সারি সারি আগুনরাঙা পলাশ ফুল গাছ।
 
গাছে গাছে ফুটন্ত আগুনরাঙা পলাশ ফুল আর পাখিদের কিচিরমিচির শব্দ। দূর থেকে দেখে মনে হচ্ছে এ যেন মহাসড়কের মাঝে ফাগুনের আগুন। পলাশ ফুলের এমন মোহনীয় রূপ এক ঝলক দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। আবার যাত্রাপথে ব্যক্তিগত পরিবহন থামিয়ে পলাশের সাথে ক্যামেরা বন্দি হতে ভুল করেন না অনেকে। কেউবা গাছের তলা থেকে কুড়িয়ে নিচ্ছেন পলাশের কমলা রঙের ঝরা পাপড়ি। কেউ কেউ করছেন টিকটক ভিডিও।
 
এই মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী চান্দিনা মেহার গ্রামের বাসিন্দা আবুল বাশার বলেন, শীতের জড়তাকে কাটিয়ে প্রকৃতিকে আবার রাঙিয়ে তুলেছে পলাশ। এ সড়কে দিয়ে চলাচলের সময় নিমিষেই যেন সময় ফুরিয়ে যায়। পলাশ ফুলের এমন সৌন্দর্য উপভোগ করতে করতে যেন ভ্রমণের ক্লান্তি চলে যায়।
 
এই মহাসড়কে দিয়ে নিয়মিত চলাচলকারী আবুল কাশেম জানান, চাকরির সুবাদে এ সড়ক দিয়ে ঢাকায় নিয়মিত যাতায়াত করতে হয়। এ মহাসড়কের পলাশসহ বিভিন্ন প্রজাতির ফুল দেখে মন জুড়িয়ে যায়। বিশেষ করে ব্যস্ত জীবনে পিচঢালা পথের পলাশের লাল আভায় বসন্তের কথা মনে করিয়ে দেয়।
 
মাইক্রো চালক আলম জানান, মহাসড়কের বিভাজনে অনেকটা অংশে ফুটেছে পলাশ ফুল। দেখতে নিজের কাছেও ভালো লাগে, যাত্রীরাও গাড়ির গতি কমাতে বলে ফুলের ছবি তুলতে।
 
পলাশের নাম জানেন না এমন লোক পাওয়া যায় না তেমনি এই প্রজন্মের ছেলে-মেয়েরা পলাশ ফুল চিনেন বা দেখেছেন এমন সংখ্যাও খুবই কম। প্রকৃতিকে ধ্বংস করে নগরায়নের ছোঁয়ায় এ গাছ এখন দেখা যায় না বললেই চলে। এর মাঝে মহাসড়কে পলাশের দেখা সত্যিই আনন্দের বার্তা।
 
সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, বছর জুড়ে মহাসড়কের সৌন্দর্য বাড়াতে ঋতুভেদে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। যাতে প্রত্যেক ঋতুতে মহাসড়কটি ফুলে ফুলে সজ্জিত থাকে। বসন্তের শুরুতে এ মহাসড়কের বিভাজনে বিভিন্ন স্থানে পলাশ ফুল তার বসন্তের মুগ্ধতা ছড়াচ্ছে। এ মহাসড়কটিকে আরো নান্দনিক করতে আমরা কাজ করছি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়