শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর চেচু‌রিয়ায় সড়ক দুঘর্টনায় গুরুতর আহত ৫

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মে বাঁশখালীর প্রধান সড়‌কের চেচু‌রিয়া নামক স্থা‌নে এক সড়কে সিএন‌জি ও বাস দুঘর্টনায় কমপ‌ক্ষে ৭জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে গুরুতর আহত ৩ জন‌কে আশংকাজনক চমে‌কে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ২১‌ফেব্রয়া‌রি শুক্রবার রাত ৯ টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

ঘটনায় ঘাতক বাস‌টি‌কে স্থানীয় জনগন এবং পু‌লি‌শের সহ‌যো‌গিতায় আটক করা হ‌লেও চালক পলাতক র‌য়ে‌ছে ব‌লে থানা সু‌ত্রে জানা যায় ।ঘটনার পর সাধারন জনগন আহত‌দের উদ্ধার ক‌রে বাঁশখালী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আসা হ‌লে জরুরী বিভা‌গে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে ঘটনায় আহত‌দের ম‌ধ্যে রহমত আলী (৪০), তার স্ত্রী আ‌ছিয়া বেগম (৩০), সোনা মিয়া (৫৫) কে গুরুতর আহত অবস্থায় শুক্রবার রাত পৌ‌নে দশটার দি‌কে এ্যম্বুলেন্সে ক‌রে চ‌মেক হাসপাতা‌লে প্রেরন করা হয়। আর একই ঘটনায় আহত নুরুল হক (৪৫) ও তার স্ত্রী হাসনারা বেগম (৩৫) উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা দেওয়া হয়। আহ‌তেরা সক‌লে সর‌লের কাহার‌ঘোনা ব‌লিপাড়া এলাকার বা‌সিন্দা ।

ঘটনার ব‌্যাপা‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন থাকা নুরুল হক ব‌লেন, মে‌য়ের একটা পা‌রিবা‌রিক বিষ‌য়ে সকা‌লে শহ‌রে গি‌য়ে‌ছিল প‌রিবা‌রের লোকজন‌কে সা‌থে নি‌য়ে । ফি‌রে আসার সময় চট্টগ্রাম থে‌কে সিএন‌জি ক‌রে প্রধান সড়‌কের চেচু‌রিয়া এলাকায় আস‌লে পেছ‌নে কোস্টার চাঁপা দি‌লে সবাই আহত হয় এবং ৩জন‌কে চ‌মেক হাসপাতা‌লে প্রেরন করা হয় ব‌লে সে জানায়। এ‌দি‌কে ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানা পু‌লিশ জানান, ঘাতক কোস্টার (বাস) ও সিএন‌জি জব্দ করা হ‌য়ে‌ছে ।


ছ‌বি সংযুক্ত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়