শিরোনাম
◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল ◈ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুখবর

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মস্থল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৪ শ্রমিক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা ভ্যানের চালকসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজনের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও অপরজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আবদুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০) ও কাহালু উপজেলার ডিপুইল গ্রামের কাঙালি সরদারের ছেলে ভ্যানচালক ময়েন সরদার (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইলস ফ্যাক্টরির শ্রমিক। কাজ শেষে রাত সোয়া ৮টার দিকে তারা অটোরিকশা ভ্যানে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। তারা রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী গরুবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহত তিন জনকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভ্যানচালক ময়েন সরদার ও যাত্রী দুপচাঁচিয়ার চৌমুহনী বানিয়াদীঘির গ্রামের আতিক হাসানকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত চৌমুহনীর বানিয়াদীঘি গ্রামের মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাত ১০টার দিকে শজিমেক হাসপাতালে ময়েন সরদার মারা যান। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন পাঠানোর সময় আতিক হাসান অপারেশন থিয়েটারে ছিলেন।

চিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক।

ওসি ফরিদুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় নিহত তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো দুজনের মধ্যে ভ্যানচালক মারা গেছেন। পালিয়ে যাওয়া ট্রাকের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়