শিরোনাম
◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক ◈ ইসি কর্মকর্তারা ওটিপি ফাঁস আতঙ্কে! ◈ জুলাই আন্দোলনে গিয়ে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ফের শুরু ◈ সাকিব আল হাসান মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন  ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঙ্কেল গেইটটা খোলেন না: গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪ গ্রন্থের মোড়ক উম্মোচন

স্টাফ রিপোর্টার।। ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্যতম স্মারক , ‘‘আঙ্কেল গেইটটা খোলেন না-
গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪’’ এর গ্রন্থের  মোড়ক উম্মোচন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা ও৭ দিন ব্যাপী বই মেলায়  এ মোড়ক উম্মেচন করা হয়। ‘‘আঙ্কেল গেইটটা খোলেন না-গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪’’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও পুলিশ সুপার নাজির আহমেদ খান। 

মোড়ক উম্মোচন  অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন গ্রন্থের লেখক ও দৈনিক আমাদের কুমিল্লা ও দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিয়া উদ্দিন মোহাম্মদ রুবেল। 

এ সময় কুমিল্লা জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক ও কুবির প্রধান সমন্বয়ক আবু রায়হান, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ,এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক জি এম সামদানীসহ বিভিন্ন পেশার অসংখ্য নেতৃবৃন্দ ছাড়াও স্কুল কলেজের শিক্ষক , অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে গ্রন্থের লেখক সাংবাদিক শাহাজাদা এমরান বলেন, ‘‘আঙ্কেল গেইটটা খোলেন না-গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪’’ গ্রন্থটি আমার চতুর্থ গ্রন্থ। এর আগে মহান মুক্তিযুদ্ধের উপর আমরা তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘‘আঙ্কেল গেইটটা খোলেন না-গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪’’ এই গ্রন্থটি ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের অন্যতম দলিল হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে কুমিল্লার গণঅভ্যুত্থান সম্পর্কে কোন গবেষণা কিংবা অনুসন্ধ্যান করতে হলে এই গ্রন্থের কোন বিকল্প নেই। এই গ্রন্থের প্রতিটি পাতায় পাতায় রয়েছে ছাত্র জনতার বুক ফাটা আর্তনাদ, ছোপ ছোপ রক্তের দাগ ও অব্যক্ত বেদনার গল্প। 

‘‘আঙ্কেল গেইটটা খোলেন না-গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪’’ গ্রন্থে ফ্রন্ট লাইনের  ৫৪জন যোদ্ধার প্রত্যক্ষ ঘটে যাওয়া ঘটনা সন্নিবেশিত করা হয়েছে। ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জাতীয় ও কুমিল্লায় কি ঘটেছিল গ্রন্থে তা এক নজরে দেখানো হয়েছে। রয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের সচিত্র প্রতিবেদন।

এ ছাড়াও তৎকালীন সময়ে কুমিল্লার একমাত্র সংবাদপত্র হিসেবে দৈনিক আমাদের কুমিল্লার বীরত্ব গাঁথার কয়েকটি হেডলাইনও তুলে ধরা হয়েছে। এই আন্দোলনে কুমিল্লার যে ৩৮জন সন্তান শহিদ হয়েছে তাদের পরিচয়ের পাশাপাশি সরকারি ভাবে প্রকাশিত আহতদের খসড়া তালিকা এবং কুবি সমন্বয়ক কর্তৃক ক্ষতিগ্রস্থদের একটি পূর্নাঙ্গ তালিকাও  রয়েছে এই গ্রন্থে। এ কথায় এই বইটি শোষিত, বঞ্চিত ও অধিকার হারা মানুষের একটি দলিল হিসেবে বিবেচিত হবে। 

এক ফর্মা কালারসহ ১৯ ফর্মার বইটি ১০০ গ্রাম উন্নত মানের অফসেট কাগজ ব্যবহার করা হয়েছে। শাহজী প্রকাশনী ঢাকা বইটি প্রকাশ করেছে। মূল্য ধরা হয়েছে মাত্র ৫৩০ টাকা। 

‘‘আঙ্কেল গেইটটা খোলেন না-গণঅভ্যুত্থান,কুমিল্লা-২০২৪’’ গ্রন্থটি প্রকাশে সার্বিক সহায়তা করার জন্য লেখক শাহাজাদা এমরান কুবি প্রধান সমন্বয়ক আবু রায়হানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়