শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর দশমিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, ঝড়লো নারীসহ দুইজনের প্রাণ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে ঘটনাস্থলেই এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত ট্রলি চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহত ওই নারীর দুই শিশুপুত্র ও তাদের বহনকারী রিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর এলাকায় দশমিনা-গলাচিপা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তানজিলা (৩০) ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্য আরজবেগি গ্রামের জিয়ার হাওলাদারের স্ত্রী এবং নিহত ট্রলি চালক রাকিব (২২) একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম ল²ীপুর গ্রামের মনু খাঁর ছেলে। 

স্বজন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, তানজিলা তার দুই শিশুপুত্র আবু বকর (১) ও আবদুল্লাহকে (৪) ঠান্ডা জ্বরের চিকিৎসার জন্য দশমিনা সদরে নিয়ে যান। ডাক্তার দেখানো শেষে নিজ বাড়ির স্বজন খলিলের (৩৫) ব্যাটারি চালিত রিকশায় চড়ে দশমিনা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় ওই সড়কের পশ্চিম লক্ষীপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রলির সামনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে রিকশাসহ রাস্তার পুর্ব পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিকশারোহী তানজিলার। এ ঘটনায় তানজিলার দুই ছেলে, রিকশা চালক ও ট্রলি চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা

শেষে আশংকাজনক অবস্থায় শিশু আবু বকর, রিকশা চালক খলিল ও ট্রলি চালক রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে সন্ধ্যার কিছু আগে জেলার বাউফলের বগা ফেরিঘাট এলাকায় মৃত্যুবরণ করেন ট্রলি চালক রাকিব। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়