শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ি নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গরুবাহী ভুটভুটির নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (৩৮) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। 
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গরু নিয়ে কানসাট হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর শিবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আহতরা হলেন, শিবগঞ্জে আড়গাড়াহাট এলাকার ধুমিপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সাকিম (২০) ও আকতারুল ইসলামের ছেলে মোস্তাকিম (১০), গোমস্তপুর উপজেলার চৌডালা বেনিচক এলাকার সাইদুল রহমানের ছেলে মোস্তাকিম (২৫)। তাদের মধ্যে সাকিম ও মোস্তাকিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিকেল সাড়ে তিনটার দিকে একটি ভুটভুটিতে গরু নিয়ে কানসাট গরুর হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায়। এতে  ভুটভুটির নিচে চাপা পড়ে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 
এই দুর্ঘটনায় দুইটি গরুও মারা  গেছে বেল জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এজাবুল হক । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়