শিরোনাম
◈ মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা (ভিডিও) ◈ স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে: জ্বালানি উপদেষ্টা ◈ সুনামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ; ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ জামায়াতের দাবি তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে: গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে: হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি ◈ রগ, হাত-পা কাটা, জামায়েত ইসলামের কোন নীতি নেই :আ্যডভোকেট পাপিয়া (ভিডিও) ◈ ভারতীয় ধর্ম গুরুর ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হারবে ভারত ◈ রাতের ভোটের কারিগরদের বিষয়ে হার্ডলাইনে সরকার ◈ বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: মামলার এজাহারে যা বলা আছে ◈ ডাকাত ও ছিনতাইকারীর কবলে অসহায় জীবন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ি নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গরুবাহী ভুটভুটির নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (৩৮) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। 
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গরু নিয়ে কানসাট হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর শিবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আহতরা হলেন, শিবগঞ্জে আড়গাড়াহাট এলাকার ধুমিপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সাকিম (২০) ও আকতারুল ইসলামের ছেলে মোস্তাকিম (১০), গোমস্তপুর উপজেলার চৌডালা বেনিচক এলাকার সাইদুল রহমানের ছেলে মোস্তাকিম (২৫)। তাদের মধ্যে সাকিম ও মোস্তাকিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিকেল সাড়ে তিনটার দিকে একটি ভুটভুটিতে গরু নিয়ে কানসাট গরুর হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায়। এতে  ভুটভুটির নিচে চাপা পড়ে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 
এই দুর্ঘটনায় দুইটি গরুও মারা  গেছে বেল জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এজাবুল হক । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়