আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইট বোঝাই খেক্কর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ড্রাইভার নিহত হয়েছে। শুক্রবার( ২১ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে চতুল ইউনিয়নে বাইখীর মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরজাংগলিয়া গ্রামে সাবু মিয়ার ছেলে হামিম মিয়া(২৫) নিহত হয়।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার কামারখালী বাগবাড়িয়া এলাকার ইট ভাটা থেকে ইট বোঝায় মুকসুদপুর যাওয়ার সময় বাইখীর মাদরাসার সামনে গেলে ইট বোঝায় খেক্কর উল্টে গিয়ে ড্রাইভার হামিম উপর চাপা পড়ে,ঘটনাস্থলে তিনি মারা যান।এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জরুরী বিভাগের চিকিৎসক ডা.তরিকুল ইসলাম বলেন, খেক্কর ড্রাইভার হামীমকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার সহযোগী সোহেল নামে একজন আহত হয়। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত। বোয়ালমারী অফিসার ইনচার্জ( ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেক্কর উল্টে ড্রাইভার নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। নিহত পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :