শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে জামায়াতে'র আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালন 

এন এ মুরাদ, মুরাদনগর : মুরাদনগরে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’  পালন করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুরাদনগর জামায়াতে ইসলামী কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়। মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির আ ন ম ইলইয়াস  বলেন, ২১ শের ভাষাসৈনিক  শহীদ গোলম আজমকে মরনোত্তর সম্মাননা প্রদান করতে হবে।  

আ ন ম ইলইয়াস আরো বলেন, ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য  আইনশৃঙ্খলা বাহিনী ভাষা নিয়ে মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। তখন  গুলিতে প্রাণ হারিয়েছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরও অনেকেই। আমি মহান আল্লাহর কাছে শহীদ ভাষা সৈনিকদের  রূহের মাগফিরাত কামনা করছি।

বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য বিদেশী ভাষা  ব্যাবহার থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন সার্থক হবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী উপজেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আবুবকর সিদ্দিক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়