শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি: দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

যাত্রীবাহী বাসে ডাকাতি ও এক নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এ ছাড়া, ঘটনাটি যথাসময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানানো এবং ভুক্তভোগীদের সেবা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।

ডিআইজি বলেন, 'বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা না পাওয়ার অভিযোগ করেন। এছাড়াও বিষয়টি সঠিক সময়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানানো এবং পুলিশের কাছে সেবা না পাওয়া দায়িত্ব অবহেলা।'

তিনি বলেন, 'একারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের কাছে বিষয়টির কৈফিয়ত চাওয়া হয়েছে এবং সাময়িকভাবে তাকে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়