শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহে আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর নামে মামলা

জাহিদ হাসান মেলান্দহ প্রতিনিধি জামালপুর : জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর নামে থানায় একটি মামলা দায়ের করেছে। ১৯শে ফেব্রুয়ারী মেলান্দহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাদি হয়ে মোট ৩১ জনকে নির্দিষ্ট এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা করেন।

মামলার অন্যতম আসামিরা হলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং মাহমুদপুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান  মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান জেনীন তাসনীম জোনাকি, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ শামসুদ্দিন হায়দার দিলীপ, আদ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ, নয়ানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি শরাফত আলী শরিফ মেম্বার, ঘোষেরপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক আলতাফ হোসেন,ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওনসহ আ’লীগ ও সহযোগী অংগ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।  
 
মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর বিকেলে জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা কাজে ৫নং চর গ্রামের মরহুম নূরুল আমিন বিএসসির ছেলে রাশেদ আল আমিন শুভ (৩৫) তার লোকজন নিয়ে ৫নং বাজারে যান। এ সময় আসামীরা সংঘবদ্ধ হয়ে গুলি ছুড়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে মারধর, প্রাইভেট কার ভাংচুর, নগত অর্থ কেড়ে নেয়াসহ মোট ৩৫ লাখ টাকার ক্ষতি সাধনের কথা উল্লেখ্য করা হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-মামলার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকিবিল্লাহকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়