শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে স্কুল ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ১ জন গ্রেফতার

অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষার্থীকে ৬ ঘন্টা গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্ধসঢ়;রুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খা গ্রামের মোস্তফা মিয়ার নবম শ্রেণী শিক্ষার্থী মোহনা আক্তারের ছোট বোন আশামনি (০৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। মোহনার দাদী তার নাতনীর চিকিৎসার জন্য তার বাবাকে একটি গরু দেন। এনিয়ে মোহনার দুঃসম্পের্কর দাদু আব্দুল কাদের মোহনার বাবাকে চোর সাব্যস্ত করে চকিদার পাঠিয়ে হুমকি দেন।

গত মঙ্গলবার মোহনা তার বাবাকে দেয়া চোর অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানেই তিনি মোহনাকে ধরে শারিরিক নির্যাতন করেন। এছাড়া মেয়টিকে প্রায় ৬ ঘন্টা গাছের সাথে রশি দিয়ে বেধে রাখেন। পরে খবর পেয়ে ওই দিন বিকেল ৩ টার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মোহনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেন। পরে গত রাতেই মোহনার পিতা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদের সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

পরে রাতেই মামলার ২ নম্বর আসামী মায়া বেগমকে পুলিশ গ্রেফতার করে। বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজত প্রেরন করে। ভুক্তভাগী মোহনা বলেন, একই গ্রামেরর আব্দুল কাদের মঙ্গলবার সকাল ৯টার দিক আমাকে রশি দিয় গাছের সাথ বেধে রেখে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রোধ করার চষ্টা করে। এছাড়াও আমাকে মারপিট করে হাটু,গলা ও পিঠ জখম করায় এখনো আমি অসুস্থ। ঠিক মতো চলতে পারছি না। আমি সবার বিচার চাই।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, মেয়েটির বাবা মোস্তফা মিয়া মঙ্গলবার রাতে বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন এবং পুলিশ রাতেই মামলার ২নম্বর আসামি মায়া বেগম নামের একজনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়