জিয়াবুল হক,টেকনাফ : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে একসঙ্গে ৪টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আয়েশা বেগম (৩৫) নামের এক রোহিঙ্গা গৃহবধূ। তারা ওয়ান ডাব্লিউ’র ই-৭ ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের সময় উখিয়া উপজেলার কুতুপালং ওয়ান ডাব্লিউস্থ রোহিঙ্গা আশ্রয়শিবিরের বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের একটি ক্লিনিকে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।
ক্লিনিক সূত্রে জানা যায়, নবজাতক চারজনই মেয়ে। অপারেশন ছাড়াই স্বাভাবিক ডেলিভারি হয়েছে। মা ও নবজাতকেরা সুস্থ রয়েছে। ক্লিনিকটির চিকিৎসক ও মিডওয়াইফরা এক সাথে ৪টি সন্তানের সুস্থ ও স্বাভাবিকভাবে ডেলিভারি করাতে পেরে আনন্দিত। পাশাপাশি পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।
রোহিঙ্গা গৃহবধূ আয়েশা বেগমের স্বামী মোহাম্মদ আয়াছ জানান, আমি ও আমার পরিবারের সদস্যরা আনন্দিত। এর আগেও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে আমাদের। আল্লার রহমতে নতুন করে আরো ৪টি মেয়ে সন্তান দিয়েছেন আল্লাহ।
মোহাম্মদ আয়াছ আরও বলেন, আমার স্ত্রীর এটি চতুর্থ ডেলিভারি ছিল। সে আগে থেকেই জানত যমজ শিশু জন্ম দিবে। আমিও অনেকটা সর্তক ছিলাম। স্ত্রীর তীব্র ব্যথা শুরু হলে পাশের ব্র্যাকের ক্লিনিকে নিয়ে আসি। চিকিৎসক ও মিডওয়াইফরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলেও তাকে সিজার করাতে হয়নি। তিনি বার বার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল এবং তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
ক্লিনিকটির এক চিকিৎসক বলেন, একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া খুবই বিরল। এক্ষেত্রে মা ও নবজাতকেরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। তাও অস্ত্রোপচার ছাড়া সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :