তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা কদমতলী এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার থানার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন হায়দার(৪৮) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সে উপজেলার মালদারপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। বৃহস্হপতিবার (২০ ফেব্রয়ারি) আখাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, মামলার আসামী শিপনকে ঢাকায় গ্রেফতার করা হয়। আমরা পুলিশ পাঠিয়ে তাকে আখাউড়া থানায় নিয়ে এসেছি। সে একটি মামলায় এজাহার ভুক্ত আসামী।
আপনার মতামত লিখুন :