শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের দাওয়াত দিতে গিয়ে বন্ধুসহ সড়কে প্রাণ গেল বরের

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিয়ের দাওয়াত দিতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরসহ দুইজন। বুধবার (১৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের সাবেদ আলীর ছেলে বর শাহ আলম (২৪) ও তার বন্ধু একই গ্রামের গিয়াস উদ্দিন বেনু মিয়ার ছেলে তানভীর শোয়েব (২৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আসছে একুশে ফেব্রুয়ারি শাহ আলমের বিয়ের দিন ঠিক করা ছিল। এজন্য বন্ধু তানভীরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনকে বিয়ের দাওয়াত দিতে বাড়ি থেকে বের হন শাহ আলম। পথে নূরপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা গাড়িতে ধাক্কা দেয়। এতে বর ও তার বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চেলে যায়। এ ঘটনায় শাহ আলম ঘটনাস্থলেই মারা যান এবং তানভীরকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর শোয়েব ‘হবিগঞ্জ ট্যুর’ গ্রুপের মডারেটর ও রক্তদান সোসাইটির সদস্য। অসুস্থ মানুষের বিপদে রক্ত দিতেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়