শিরোনাম
◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান কর্মকর্তার, যা জানা গেল ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি ◈ ফলক থেকে নাম মুছে দিয়েই ভাষা আন্দোলনে গোলাম আযমের অবদান মুছে ফেলা যাবে না : জামায়াত  ◈ এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা ◈ মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জিত হবে না : প্রধান উপদেষ্টা ◈ অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর ◈ বাংলাদেশের হারের জন্য ব্যাটিং-ফিল্ডিং ইউনিটকে দায়ী করলেন শেবাগ ও মাঞ্জারেকার ◈ ব্যাটিং ব্যর্থতায় আমরা ভারতের কাছে হেরে গেছি: অধিনায়ক শান্ত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা সদরে তিন ইটভাটায় অবৈধভাবে কাঁচা মাল পোড়ানোসহ বিভিন্ন অপরাধে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক টিপু সুলতানসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন। 

অভিযান সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের সমম্বয়ে গঠিত টিমের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বাহিরদিয়া এলাকার মেসার্স ফ্যানকো ব্রিকস্ ইন্ডা: (এফবিআই) স্বত্বাধিকারী অনিল কুমারকে ২ লাখ টাকা, শিবরামপুর এলাকার পিএমবি ব্রিকসের স্বত্বাধিকারী মো. ফিরোজ খাঁন গোপালকে ২ লাখ টাকা ও মুরারীদহ এলাকার মেসার্স এআরএম ব্রিকসের স্বত্বাধিকারী মো. এনামুল তারিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) ধারা অনুযায়ী তিন ইটভাটা থেকে মোট সাড়ে ৪ লাখ জরিমানা আদায় করা হয়। 

এ সময় জরিমানা আদায় শেষে তিনটি ইটভাটার আগুন ও কাঁচা ইট ফায়ার সার্ভিসের পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে। ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয় বলে জানা গেছে। 

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ৩টি ইটভাটা থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায়সহ ইটভাটার আগুন ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়েছে। অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী সকল কারখানা/প্রকল্পের বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়