শিরোনাম
◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের ◈ পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার ◈ 'ভারত কিছু একটা করবে' এই ভরসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল ◈ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুখবর ◈ বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত দিতিকন্যা লামিয়া (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মালিহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হোমনা-মেঘনা সড়কের পাশে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের কাঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালিহা মুন্সিকান্দি মাথাভাঙা গ্রামের ছগির আহমেদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির সামনের রাস্তায় জমজ দুই বোন মালিহা ও মাঈশা খেলা করছিল। এ সময় বেপরোয়া গতিতে একটি অটোরিকশা মালিহাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে মাঈশা বাড়িতে গিয়ে বাবা মাকে এ দুর্ঘটনার খবর দেয়। বাবা, চাচা ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকা মালিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে দাফনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এহসানুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়