ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে একটি ফুলবাহী বাস খাদে পড়ে ৩ জন আহত হয়েছেন। এঘটনায় বাসে রাখা বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়ে গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোনালী- লিখন পরিবহনের এই বাসটি মুলত যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন স্থান থেকে যাত্রী পরিবহনের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিভিন্ন রকম ফুল ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এই বাসটি ঢাকা যাওয়ার পথে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটি যাত্রীর সংখ্যা খুবই কম থাকায় বাসের ৩ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় বাসে রক্ষিত বিপুল পরিমান ফুল নষ্ট হয়ে যায়। এই ফুল গুলো ঢাকার বিভিন্ন স্থানে দোকানের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
আপনার মতামত লিখুন :