শিরোনাম
◈ সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা ◈ বিতর্কিত নির্বাচন: সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে ◈ সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ ◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: একুশে পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ একুশে ফেব্রুয়ারিতে  শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার ◈ মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ অস্ত্রধারী নিহত, যা জানালো সেনাবাহিনী ◈ ভারতে ৪০৮ আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ◈ একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ◈ তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব ◈ যেসব আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ আছে!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২৫ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা হাতকড়া হাতেই কাঁধে নিলেন মায়ের লাশ 

হাতকড়া নিয়েই মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু গাজি।

মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি।

পরে উত্তর বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে পুলিশের পাহারায় মায়ের জানাজায় উপস্থিত হন।
বাচ্চু গাজির মা সাফিয়া বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

স্বজনেরা জানান, শেষবার মাকে দেখতে ও মায়ের দাফন সম্পন্ন করতে রোববার বিকেলে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন বাচ্চু গাজি। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় সোমবার সকালে মুক্তি মেলে বিএনপির এই নেতার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেয়ে সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এসে মায়ের জানাজায় উপস্থিত হন বাচ্চু গাজি। পুরোটা সময় হাতকড়া পরা অবস্থায় ছিলেন তিনি।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, আমি নিজেও জানাজায় উপস্থিত ছিলাম। তবে প্যারোলে মুক্তি দিয়ে তার মায়ের দাফন কার্যক্রমে সুযোগ করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ।  

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জুয়েল রানা বলেন, বাচ্চু গাজির মায়ের মৃত্যুর ঘটনায় রোববার প্যারোলে মুক্তির আবেদন করেন। সোমবার সকালে তাকে তার মায়ের জানাজায় পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হয়। পরে পুনরায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রাম থেকে ১১৫ পিস ইয়াবাসহ বাচ্চু গাজিকে গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় ২৬ জানুয়ারি তাকে জেল হাজতে পাঠানো হয়।

হাতকড়া পরানো নিয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মঈনুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়