তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে কুটি ইউপি প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, (১৬ ফেব্রয়ারি) রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল কুটি চৌমুহনী বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক উপাদানাবলি আইন এর ৩/৬ ধারা) পলাতক আসামী উজ্জল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।সে কুটি এলাকার মাসুক মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :