এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক চোর দিনাজপুর সদর উপজেলার রামনগর হিরাহার এলাকার মৃত মুসলিম উদ্দীনের ছেলে বাবু (৩২)।
জানা গেছে, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী বাজারে ব্যাটারী চালিত একটি অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরেবতাকে উত্তম মধ্যম দিয়ে বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :