শিরোনাম
◈ কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে মামলা ◈ নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি শুরু  ◈ আইন অনুযায়ী বিচারে ঢাকার আপত্তি নেই তবে হত্যা কোনোভাবেই ন্যায্য নয়: বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবি ◈ ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন: মারিয়া ত্রিপোদি ◈ এডিট করা ভিডিও প্রচার করে বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে অপপ্রচার ◈ এস আলমের ব্যাংক হিসাবে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন: এনবিআরের তদন্তে নতুন তথ্য ◈ গাজীপুরে পুলিশকে ১ কিমি ঝুলিয়ে নিয়ে গেলো অটোচালক (ভিডিও) ◈ আগামী অন্তত দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে : নাহিদ ইসলাম ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আদালতে যে পরামর্শ দিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করকে ◈ সীমান্ত হত্যা শূন্যে নামানোর জোরালো দাবি বাংলাদেশের: দিল্লিতে বিএসএফ-বিজিবি সম্মেলন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সর‌লে লবণ মাঠের পলিথিন কেটে দি‌য়ে ১৫ লক্ষা‌ধিক টাকার ক্ষ‌তির মু‌খে চাষীরা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল উপকুলীয় এলাকায় বর্গাচাষীর লবণ মাঠের পলিথিন কেটে ফুটো করে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে লবণ চাষীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক। 

রবিবার ভোর রাতে উপজেলার সরল ইউপির ১নং ওয়ার্ডস্থ উত্তর সরল বঙ্গোপসাগর উপূকলীয় তাজুর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন- মো. আব্দুল মালেক, সুলতান, মো. আজিম, মো. আশিক, ছবুর, মো, আনিছ, মো. দেলোয়ার, জাফর ও মোস্তাক সহ আ‌রো বেশ ক‌য়েকজন লবণ চাষী।

এ ঘটনায় ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক বাদী হয়ে স্থানীয় ৩০ জনকে আসামি করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা পুলিশের একটি টিম।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘পবিত্র শবে বরাতের নামাজের জন্য লবণচাষীরা নিজ নিজ গ্রামে চলে যায়। এ সুযোগে স্থানীয় কিছু বখাটে ও সন্ত্রাসী ৩০০ মণ লুট করে। একইসাথে লবণ লুট করে যাওয়ার সময় দলবল নিয়ে লবণ চাষীদের ৬০ একর লবণ মাঠের ১৫ লক্ষ টাকার পলিথিন এবং ফুটন্ত' লবণ নষ্ট করে ফেলে। পরে খবর পেয়ে স্থানীয় লবণ চাষীরা প্রতিহত করতে চাইলে তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।'

ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক বলেন, ‘পবিত্র শবে বরাতের কারণে চাষীরা নিজ নিজ গ্রামে নামাজ পড়তে যায়। এই সুযোগে রাতের আঁধারে আমাদের লবণ মাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তাঁরা। ৬০ একর লবণ মাঠের পলিথিন কেটে 'অর্ধ ফুটন্ত' লবণ নষ্ট করে ফেলেছে। সাথে ৩০০ মণের বেশি লবণও নিয়ে গেছেন সন্ত্রাসীরা। এতে আমাদের ১৫/১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমরা বাঁশখালী কোর্টে মামলা দায়ের করেছি।'

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়