শিরোনাম
◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক শাকিল মিয়া (২২) উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধোয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আসাদ মিয়া নামের এক ব্যাক্তির পৌর সদরের হাপানিয়া এলাকার নির্মানাধীন চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শাকিল মিয়া। কাজ করার সময় চতুর্থ তলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে স্পর্শ লেগে ছিটকে উপর থেকে নিচে পড়ে যান শাকিল।

এতে তারের স্পর্শ লেগে শাকিল মিয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাসুদ মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কোন প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই নির্মানাধীন ভবনের চারতলায় কাজ চলছিল শাকিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়