শিরোনাম
◈ বিএসএফ ও বিজিবি-র শীর্ষ পর্যায়ের বৈঠক: একমত হতে পারলো না দেড়শো গজের ইস্যুতে ◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভ্যান চালককে হত্যার হুমকি, পরিবার ঘরছাড়া

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরে মো. জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক ভ্যান চালককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারী) ওই ভ্যান চালক কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 
 
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের ওয়াজউদ্দিন মুন্সীর ডাঙ্গী গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর শেখ। বাড়ির পালানের জমি নিয়ে বিরোধ চলছে চাচাতো ভাই পান্নু শেখের সঙ্গে। এরই জের ধরে জাহাঙ্গীর শেখের বাড়িতে শনিবার দুপুরে হামলা চালায় প্রতিপক্ষের মুন্নু শেখ, পান্নু শেখ সহ ৮/১০ জন লোক। পরে ভয়ে জাহাঙ্গীর শেখের বাড়ির সবাই এখন পথে পথে ঘুরছে। পান্নু শেখ এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এর আগেও ভ্যান চালক জাহাঙ্গীর শেখকে দু'দফা মেরে হাসপাতালে ভর্তি করানো হয়।
 
তবে হুমকি-ধামকি ও হামলার বিষয়টি অস্বীকার করেছেন পান্নু শেখ। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তিনি ও তার পরিবারের কেউ জড়িত নন। ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়