শিরোনাম
◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত মাস পর বাড়ি ফিরলো জুলাই আন্দোলনে শহীদ হাসানের মরদেহ

ফরহাদ হোসেন, ভোলা : জুলাই আন্দোলনে শহীদ মো. হাসানের (২২) মরদেহ গত সাত মাস পর বাড়ি এনে দাফন করা হয়েছে।  শনিবার তার মরদেহ ভোলার সদর উপজেলার সাহামাদার গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শহীদ মো. হাসান সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহামাদার গ্রামের মো. মনির হোসেনের ছেলে। গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে গিয়ে শহীদ হন তিনি।
স্বজনরা জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ ছিলেন হাসান। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও মর্গে ঘুরেও তার কোনো সন্ধান পায়নি স্বজনরা। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মিলে হাসানের মরদেহ। গত শুক্রবার হাসানের পরিবারের ক‌াছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে শনিবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

হাসানের মা গোলেনূর বেগম বলেন, দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে হাসান দ্বিতীয়। তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালালেও অসুস্থতার কারণে ঠিকমত কাজ করতে পারেন না। তাই অভাবের কারণে পড়াশুনা বাদ দিয়ে কয়েক বছর আগে চাকরির জন‌্য যান ঢাকায় যান হাসান। সর্বশেষ কাপ্তান বাজারের এরশাদ মাকের্টে একটি ইলেকট্রনিক্স দোকানে চাকরি করতেন হাসান। তার বেতনের টাকায় চলতো সংসার।

৫ আগস্ট যাত্রাবাড়‌ীতে ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন হাসান। লোকমুখে শুনেছেন গুলিবিদ্ধ হাসানকে কয়েকজন হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তাকে।

জানুয়ারি মাসে ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা কয়েকটি অজ্ঞাতপরিচয় মরদেহের মধ্যে প্রাথমিকভাবে হাসানকে শনাক্ত করে স্বজনরা। পরে ডিএনএ পরীক্ষায় হাসানের পরিচয় শনাক্ত হয়। শুক্রবার হাসানের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকাল ১০টার দিকে সাহামাদার মাধ‌্যমিক বিদ‌্যালয়ের মাঠে জানাজা শেষে বেলা ১১টায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয় হাসানকে।

এদিকে হাসানের দাফন শেষে দুপুর ১২টার দিকে হাসানের কবরস্থানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষ‌ার্থী ও সমন্বয়করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়