শিরোনাম
◈ ভারতের সেভেন সিস্টার্সের দিকে বাংলাদেশের চোখ, সতর্ক করলেন ড. ইউনূস ◈ গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির উপকরণ নয়: চীন ◈ দায় চাপানোর রাজনীতি এখন চলে না, ছাত্রদলকে কড়া বার্তা শিবির সভাপতির ◈ মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত, রোহিত শর্মা হবেন সেরা ব্যাটার  ◈ পাকিস্তানের তিন ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি ◈ কুয়েট সংঘর্ষে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান, সেই যুবদল নেতা মাহবুবকে বহিষ্কার ◈ বিতর্কিত যেসব নির্বাচনের পর ক্ষমতায় গিয়েও টিকতে পারেনি সরকার ◈ পার্কে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সাবেক এমপি সালাহউদ্দীন গ্রেফতার ◈ নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ ◈ উত্তরার কিশোর গ্যাং নেতা শিশির গ্রেফতার

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দিনেও ছাড়া পাননি আরাকান আর্মির হাতে আটক ১০ জেলে

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মি হাতে আটক রোহিঙ্গাসহ ১০ জেলে এখনো ছাড়া পায়নি। এ নিয়ে স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলেরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাছান (১৬)। রোহিঙ্গা জেলেরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহাম্মদ (৩৬), আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন (২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন (৩৯)।

এ বিষয়ে টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, গত ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিনচালিত নৌকায় নাফনদীর শাহপরীর দ্বীপের মোহনায় মাছ ধরতে যায়। এ সময় তারা ভুলে মিয়ানমার সীমান্তে গিয়ে মাছ ধরছিল। তখন আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। পাঁচদিন পরে ঘটনাটি তাদের পরিবার জানতে পেরেছেন। এখনো ৬দিন পার হলো আরাকান আর্মি আটক ছয় জেলেদের এখনো ছেড়ে দেয়নি।

শাহপরীর দ্বীপের নৌকার মাঝি জেলে মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন, আমার স্বামীসহ শাহপরীর দ্বীপের চার জেলে পাঁচদিন ধরে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। আটকের একদিন পরে ফোন করে বলছে আমরা ভালো আছি, আরাকান আর্মি আমাদের রান্না বান্না করে খাওয়া-দাওয়ার সুযোগ দিয়েছেন। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আশা করি আটক জেলেরা বাড়ি ফেরত আসতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়