শিরোনাম
◈ “আমাদের চিনিস? আমরা কে?”, উত্তরায় পথচারী দম্পতির উপর হামলায় গ্রেফতার ৫  ◈ দাবি না মানায় কু‌য়েটের প্রশাসনিক-একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা ◈ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ ◈ বস্তায় ভরে ‘গোপন নথি’ আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন সাবেক আইজিপি শহিদুল, যা জানা গেল ◈ পহেলা বৈশাখে রমনার বটমূলে '১০০ গরু জবাইয়ের' হুমকি, যা বললেন উপদেষ্টা (ভিডিও) ◈ লংমার্চ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই অভ্যুত্থানে আহত ও স্বজনরা (ভিডিও) ◈ মৃত্যুর গুজবের মধ্যে ট্রাইব্যুনালে আইনজীবী পান্না! ◈ বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির ◈ আমাদের পুরাতন পেশায় ফিরে গেলে কারাগারের একটি ইট ও থাকবে না : জামায়াত নেতা গোলাম কিবরিয়া ◈ ভারতের জন্য নির্ধারিত২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান ট্রাম্পের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে রাস্তা ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মাটির ট্রাক আটক 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : অবৈধ মাটিকাটা বন্ধ কর, পরিবেশ ও রাস্তা বাঁচাও" স্লোগানে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত দরবারপুর এলাকায় অবৈধ মাটির ট্রাক ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মাটিভর্তি ট্রাক আটক করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় দরবারপুর বাজার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।   
স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, দরবারপুর গ্রামের মোঃ আবু রায়হান, শাহজাহান, মাসুক মিয়া, দিনু সরকার, আজিজুল হক, আবু খালেদ ও মো: সামছুদ্দিন প্রমুখ। 

তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসরদের যোগসাজশে গড়ে উঠেছে মাটি কাটার শক্তিশালী সিন্ডিকেট। গত ২০/২৫ দিন যাবৎ দরবারপুর ও পার্শবর্তী গ্রামের কিছু প্রভাবশালী দাংঙ্গাবাজ লরি ট্রাক ও রাত্রে ড্রাম ট্রাকে করে মাটি ইট ভাটায় নিয়ে যাচ্ছে। 

তারা প্রতিদিন ৩ টি ভেকু মেশিন দিয়ে কৌয়া বিল থেকে নান্দলা মেইন রোড পর্যন্ত ২০/২৫টি মাটির লরি ট্রাক চলাচল করে, তাতে ধ্বংস হচ্ছে আমাদের চলাচলের রাস্তা, ধুলোবালি ও বেপরোয়া ট্রাক চলাচলের জন্য স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না আমাদের সন্তানরা। স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজ বাধা দিলে তারা জোর করে মাটির ট্রাক চলাচল করাচ্ছে ও হুমকি ধুমকি সহ মামলার ভয় ভীতি দেখায়। 

 এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় শতাধিক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জেলা প্রশাসক বরাবরে দায়ের করলে ক্ষিপ্ত হয়ে উঠে মাটিখেকো মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের ইউপি মেম্বার জালাল, কাজল জিলন, কিতাব আলী সহ বেশ কয়েকজন আরও বেপরোয়া হয়ে উঠে। তাই আজ আমরা বাধ্য হয়েই মাটি ভর্তি ট্রাক আটকে দিয়েছে, প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর সমাধান না করবে ততক্ষণ আমরা ট্রাক ছাড়বো না যদি যেতে হয় আমাদের উপর দিয়ে যেতে হবে। 

এসময় চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর ও আরো পাঁচ গ্রামের ছাত্র যুবক সচেতন নাগরিকসহ পাঁচ শতাধিক এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এ ব্যাপারে চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী বলেন, আমি রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপের মুখে    থেকেও মাটি কাটার অনুমতি দেইনি বা এলাকাবাসীর কথায় বন্ধও করিনি, তবে আমি জনগণের পক্ষে। আর আপনারা (সাংবাদিক) জনগণের পক্ষেই লিখবেন আশা করি। 

এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া জানান, আমি মাটির ট্রাক আটক ও এলাকাবাসীর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়