শিরোনাম
◈ “আমাদের চিনিস? আমরা কে?”, উত্তরায় পথচারী দম্পতির উপর হামলায় গ্রেফতার ৫  ◈ দাবি না মানায় কু‌য়েটের প্রশাসনিক-একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা ◈ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ ◈ বস্তায় ভরে ‘গোপন নথি’ আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন সাবেক আইজিপি শহিদুল, যা জানা গেল ◈ পহেলা বৈশাখে রমনার বটমূলে '১০০ গরু জবাইয়ের' হুমকি, যা বললেন উপদেষ্টা (ভিডিও) ◈ লংমার্চ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই অভ্যুত্থানে আহত ও স্বজনরা (ভিডিও) ◈ মৃত্যুর গুজবের মধ্যে ট্রাইব্যুনালে আইনজীবী পান্না! ◈ বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির ◈ আমাদের পুরাতন পেশায় ফিরে গেলে কারাগারের একটি ইট ও থাকবে না : জামায়াত নেতা গোলাম কিবরিয়া ◈ ভারতের জন্য নির্ধারিত২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান ট্রাম্পের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রধারীদের সাবেক ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি গুলি

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। তাঁর নাম পেয়ার মোহাম্মদ চৌধুরী (৩৫)। তিনি রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

আহত পেয়ার মোহাম্মদ চৌধুরী উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। জেলা ছাত্রদলের সদস্যপদেও ছিলেন তিনি। বর্তমানে পেয়ার মোহাম্মদ ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে উপজেলার উত্তর গুজরা গ্রামের আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুকুরঘাট নির্মাণের কাজ চলছে। এ কাজের উপঠিকাদার হিসেবে কাজ করছেন পেয়ার মোহাম্মদ চৌধুরী। আজ সকালে ঘাটের নির্মাণকাজ পরিদর্শনে যান তিনি। এ সময় সেখানে ৩টি সিএনজিচালিত অটোরিকশায় করে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে পেয়ার মোহাম্মদ চৌধুরীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে পেয়ার মোহাম্মদের কোমরে, পেটে, দুই পায়ে এবং ঊরুতে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় তাঁকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে নিরীহ। সন্ত্রাসীরা তাঁকে কোনো কারণ ছাড়াই গুলি করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পেয়ার মোহাম্মদকে গুলি করা হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে। গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়