সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ডেভিল হান্ট অভিযানে ফরিদপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে মাঝারদিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে আটককৃত সেলিম মাতুব্বর মাঝারদিয়া গ্রামের জিতু মাতুব্বরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী, নারি নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা আছে। সেলিমকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :