শিরোনাম
◈ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ◈ ছাত্রদের নতুন দলে যোগ দেওয়া নিয়ে আলোচনায় নূর! ◈ পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বিকালে চ্যাম্পিয়নস ট্রফি শুরু  ◈ বায়ার্ন মিউনিখের জয়, উয়েফা চ্যাম্পিয়ন্স থেকে এসি মিলানের বিদায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ কি গলবে? ◈ ভারতের সেভেন সিস্টার্সের দিকে বাংলাদেশের চোখ, সতর্ক করলেন ড. ইউনূস ◈ গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির উপকরণ নয়: চীন ◈ দায় চাপানোর রাজনীতি এখন চলে না, ছাত্রদলকে কড়া বার্তা শিবির সভাপতির ◈ মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত, রোহিত শর্মা হবেন সেরা ব্যাটার  ◈ পাকিস্তানের তিন ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৫ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া। গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার ও জামালপুর শহরের ফৌজদারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়া (২৯) এবং একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে ও সাবেক ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলম (৩৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে।

মামলার বাদী এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা শহরের ফৌজদারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়