শিরোনাম
◈ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ◈ ছাত্রদের নতুন দলে যোগ দেওয়া নিয়ে আলোচনায় নূর! ◈ পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বিকালে চ্যাম্পিয়নস ট্রফি শুরু  ◈ বায়ার্ন মিউনিখের জয়, উয়েফা চ্যাম্পিয়ন্স থেকে এসি মিলানের বিদায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ কি গলবে? ◈ ভারতের সেভেন সিস্টার্সের দিকে বাংলাদেশের চোখ, সতর্ক করলেন ড. ইউনূস ◈ গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির উপকরণ নয়: চীন ◈ দায় চাপানোর রাজনীতি এখন চলে না, ছাত্রদলকে কড়া বার্তা শিবির সভাপতির ◈ মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত, রোহিত শর্মা হবেন সেরা ব্যাটার  ◈ পাকিস্তানের তিন ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ‘সিঙ্গেলদের’ বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ‘সিঙ্গেল আসছে,ক্যাম্পাস কাঁপছে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে ‘সিঙ্গেল সোসাইটি’ নামের একটি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় সিঙ্গেল সোসাইটির সভাপতি তাজবিউল ইসলাম মিনারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, 'যারা ডাবল হওয়ার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলা হল। প্রেমের নামে অশ্লীলতা বন্ধ করতে হবে।'

'সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে' ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না', 'রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেলদের ঘাঁটি, 'প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না', 'চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই', 'একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর' এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নয়ন খান জয় বলেন, আজকাল তেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্কগুলো তাই খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।

সিঙ্গল কমিটির সাধারণ সম্পাদক রিয়ান হোসাইন রাজু বলেন, 'বিয়ের আগে অবৈধ প্রেম পরিহার করে বৈধ প্রেমে আসার অনুরোধ করছি।'

এ বিষয়ে সংগঠনের সভাপতি তাজবিউল ইসলাম মিনার বলেন, 'প্রেম যেন সার্বজনীন হয়। আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ লোকসানের হিসেব নিকাশের ভিত্তিতে হয়ে থাকে। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহবান জানান।'

এসময় উপস্থিত ছিলেন- তোফাইজুর রহমান, সজীব, মো: মাইম হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, আশিকুর রহমান আশিক,আনাদিম মোস্তাক, রবিন, সাগর আহমেদ, সাকিব খান, তন্ময় ফেরদৌস, রবি, আনিসুর রহমান, লাতিফুল খাবির প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়