শিরোনাম
◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল ◈ প্রথম অধ্যায় শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো: প্রধান উপদেষ্টা ◈ আইরিশ ফুটবলার রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালে গেলেন স্কুলে ক্লাস করতে ◈ চ্যাম্পিয়নস ট্রফি দেখা যাবে টি-স্পোর্টসসহ যেসব চ্যানেলে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুখালীতে অভিযান, দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

এস. এম আকাশ, ফরিদপুুর : ফরিদপুরের মধুখালীতে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।

ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, মধুখালী উপজেলার মেসার্স এস এস বি ব্রিকস্ ও মেসার্স এম এম কে বি ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দড়ি বাজার এলাকার মেসার্স এস এস বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মো. সাব্বির শেখকে ২ লাখ টাকা এবং গোমারা এলাকার মেসার্স এম এম কে বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মিটুল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়েছে। ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতানসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়