মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে ১ জন ও সদর উপজেলার ফৌজদারী মোড় থেকে ১ ছাত্রলীগ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রীয়কর্মী রাহাত মিয়া (২৯) ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলম (৩৩)।
মামলার বাদী এস আই মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রীয় সদস্য রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সদরের ফৌজদারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :