শিরোনাম
◈ চীনা গাড়ির দখলে যাচ্ছে বিশ্ব, উদ্বেগ পশ্চিমা নির্মাতাদের: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু ◈ টানা চার ম্যাচ জিতে শেষ ম্যাচে মেসির মায়ামির হোঁচট ◈ জাতীয় নাগরিক কমিটির ৪ নেতা থাকছেন ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ◈ ঐকমত্য কমিশনের বৈঠকে কী অবস্থান নিচ্ছে বিএনপি ও অন্যান্য দল ◈ না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ◈ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় ◈ ইজতেমায় ‘জঙ্গি হামলার’ গুজব, আটক ১

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে ১ জন ও সদর উপজেলার ফৌজদারী মোড় থেকে ১ ছাত্রলীগ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রীয়কর্মী রাহাত মিয়া (২৯) ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলম (৩৩)। 

মামলার বাদী এস আই মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রীয় সদস্য রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সদরের ফৌজদারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়