শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি ◈ বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ◈ দুই বিলিয়ন পাউন্ডে ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণ করবে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনদুপুরে সাভারে বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

সাভারের পুলিশ টাউন এলাকায় দিনদুপুরে একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বাসের কয়েকজন যাত্রী বাঁধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী জানান, শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল।

দুপুর সাড়ে ১২ টার দিকে বাসটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বাসটি থামানো হয়। এ সময় দুইজন ছিনতাইকারী ধারালো চাকু হাতে বাসে উঠেই সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইনও ছিনিয়ে নেন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাসের পেছনের দিকের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় কয়েকজন বাসযাত্রী তাদের বাধা দেন।
এসময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে ওই যাত্রীদের আঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসযাত্রী শহিদুল ইসলাম বলেন, বাসে ১৫-২০ জন যাত্রী ছিল। সবাই ইচ্ছেমতো ফাঁকা ফাঁকা ছিটে বসেছিল। প্রথমেই ছিনতাইকারীদের বিষয়টি আমি বুঝতে পারিনি, ভাবছিলাম ভাড়া নিয়ে তর্ক হচ্ছে।

পরে যখন ছিনতাইকারীরা পেছনের দিকে যায় এবং একজন নারীর গলার চেইন নিয়ে নেয় তখন তার চিৎকারে সবাই বিষয়টি বুঝতে পেয়ে তাদের ধরার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীরা বাসের চালকের সহরকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়