শিরোনাম
◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৪৮ ◈ দেশে এই প্রথম বিরাট অঙ্কের ভার্চুয়াল মুদ্রা জব্দ ◈ ঈদের আগে আবারও বাড়লো  স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর ◈ বাংলাদেশে বিনিয়োগ করবে চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’: চীনা রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় সেনাসদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : ট্রেনে বিনা টিকিটের যাত্রী বসানোর প্রতিবাদ করায় এক সেনাসদস্যকে মারধরের অভিযোগে রেলওয়ের গার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে, পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তাররা হলেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আলী আজম, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও আল-আমিন। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ভুক্তভোগী সেনাসদস্য মামলা করার পর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী সেনাসদস্য ইসমাইল হোসেন বুধবার রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি রেলকর্মীদের কাছে বসার অনুরোধ করেন, তবে তারা তা উপেক্ষা করেন। অথচ বিনা টিকিটের যাত্রীদের বসানোর জন্য রেলকর্মীদের অর্থ আদায় করতে দেখেন তিনি। এর প্রতিবাদ করলে ট্রেনেই রেলকর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রাজশাহী স্টেশনে নেমে তাকে মারধর করা হয়।

ঘটনার পর সেনাবাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে। বৃহস্পতিবার সকালে বনলতা এক্সপ্রেসে ডিউটিতে আসার সময় রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়