শিরোনাম
◈ ভোজ্যতেলের কর সুবিধা বাড়ানোর সুপারিশ ◈ তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ একেবারেই সহজ প্রক্রিয়ায় স্টোরি থেকে আয়ের সুযোগ দিচ্ছে ফেসবুক ◈ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ (ভিডিও) ◈ শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ ◈ আরও ৫০ হাজার টন চাল আসবে ভারত থেকে, ব্যয় কত? ◈ আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান ◈ তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা ◈ মাগুরা ও বরগুনায় ধর্ষণের ঘটনায় যেসব নির্দেশনা দিলেন হাইকোর্ট ◈ লম্বা ছুটি এবার ঈদে, কবে থেকে কতদিন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৭ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে কফিন মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিনমিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে উত্তর তেমুহনী এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

পরে কফিন নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ এতে অংশ নেন। মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘খুনি হাসিনার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুনি টিপুর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, রেদোয়ান হোসেন রিমন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চাপিয়ে দেওয়া হয়েছে। ‘গাজীপুরে আমাদের ভাইকে হত্যার পেছনে যারা সক্রিয়ভাবে থেকেছে, হুমকি দিয়েছে ও পরিকল্পনা করেছে, তারা সবাই ফ্যাসিবাদী লীগ। গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না।’ আইনিভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ারও দাবি জানান। 

তারা আরও বলেন, ‘শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে বলছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়