শিরোনাম
◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার! ◈ সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ◈ রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার ◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক নারী ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের  নারী ইউপি সদস্য ফাতেমা বেগমের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। 

ভুক্তভোগী নারী ইউপি সদস্য ফাতেমা বেগম জানান, ঘরের জানালা ভেঙে ছয় সদস্যের ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে এবং তার স্বামী সুমন প্যাদাকে  জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। ওই ইউপি সদস্য দাবি করেন, এসময়  আনুমানিক  নগদ দুই লক্ষ টাকা এবং চার ভরী স্বর্ণ লুট হয়েছে। ডাকাত দলের এক সদস্যের হাতে একটি পিস্তল, আরেক সদস্যের হাতে চাপাতি ছিল বলেও জানান তিনি। 

ডাকাতি চলাকালে তার স্বামী ও তাকে মারধর করা হয় বলে দাবি করেন নারী ইউপি সদস্য। স্বামীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার বের করে দিতে বাধ্য হন বলে জানান নারী ইউপি সদস্য। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারান হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই  ইউপি সদস্য ঘটনাটি তাকে মুঠোফোনে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়