শিরোনাম
◈ পার্কে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সাবেক এমপি সালাহউদ্দীন গ্রেফতার ◈ নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ ◈ উত্তরার কিশোর গ্যাং নেতা শিশির গ্রেফতার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান ◈ উত্তপ্ত খুলনা: ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সমাবেশ শিববাড়ি মোড়ে ◈ যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ জলবায়ু অর্থায়নের সংজ্ঞা স্পষ্ট হওয়া দরকার : পরিবেশ উপদেষ্টা  ◈ ‘বিইআরসির অনুমোদন ছাড়া বিদ্যুৎকেন্দ্র করা যাবে না’  ◈ কেউ বলতে পারবেন না আমরা কোনও পত্রিকাকে রিপোর্ট নামিয়ে ফেলতে বলেছি: শফিকুল আলম ◈ ফেব্রুয়ারিতে গ্যাসের উৎপাদন কমেছে ৪১ মিলিয়ন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার 

নিনা আফরিন, পটুয়াখালী : দলীয় শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্র দলের আওতাধীন তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে জেলা ছাত্রদলের সভাপতি,সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতিকে কেন বহিষ্কার করা হবে না তা জানতে কারন দর্শাতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসকল সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জানানো হয়। বহিষ্কৃতরা হলেন আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পটুয়াখালী পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা এবং পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জানিয়েছে, অভিযুক্ত তিন নেতাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হবে না এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য যে, অন্য আরেকটি নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশ প্রদান করেন। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে লিখিত জবাব দেওয়ার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়