শিরোনাম
◈ বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ◈ এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ ◈ অনেক ঘাম ফেলে মেসির ইন্টার মায়ামি জয় পেলো ◈ যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান! ◈ শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ: বাক স্বাধীনতার মার্কিন স্টাইল! ◈ লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের মূল হোতা ফখরুদ্দীন গ্রেপ্তার ◈ এবার পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদি! ◈ লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতলো  ◈ টেনিসের আদলে ৫ বিলিয়ন ডলারের ক্রিকেট লিগ চালু করছে  সৌদি আরব ◈ লাকসামে আওয়ামী লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় তিন  ইটভাটা বন্ধ ঘোষণা, পাঁচলাখ টাকা জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহীন ভাটা স্থাপন করে ইট তৈরি করার দায়ে তিন ইটভাটাকে বন্ধ ঘোষণাসহ পাঁচলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর ও শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি এবং উত্তর তেতাভূমি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ৷ 

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক চন্দন বিশ্বাস, নমুনা সংগ্রহকারী মোবারক হোসাইন ও উপসহকারী পরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন৷ অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা তিনটি হলো রামনগর এলাকার মেসার্স আরএনএস ব্রিকস, উত্তর তেতাভূমি এলাকার মেসার্স ভূইয়া এন্ড সন্স ব্রিকস ও মল্লিকাদীঘি এলাকার মেসার্স মল্লিকা ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসকের অনুমোদন ও পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় মেসার্স আরএনএস ব্রিকসকে একলাখ, মেসার্স ভূইয়া এন্ড সন্স ব্রিকসকে দুইলাখ ও মেসার্স মল্লিকা ব্রিকসকে দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদনকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়