শিরোনাম
◈ অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি ৩০০ কোটি ডলার ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের শেষ দিন শনিবার, দিতে হবে যেসব তথ্য ◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা পুলিশসহ আহত ২

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৩ফেব্রুয়ারি) বেলা ১২ টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)নাঈমা ইসলাম।

আহতরা হলেন,উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এস.আই)মহসীন হোসেন।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম জানান,উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।এই সময় কয়েকজন এসে সরকারি কাজে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর হামলা করে।এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসীন হোসেন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়েছে।
    
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুনায়েত চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামসহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা করে দুর্বৃত্তরা।নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামকে বাঁচাতে গিয়ে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।
    
এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম বলেন,দুর্বৃত্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছে।এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়